চট্টগ্রাম একাডেমির উদ্যোগে কবি নাসিম আখতার রীনার সামপ্রতিক বই শিকড়’র প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, আমাদের সকলের শিকড়ের প্রতি ভালোবাসা থাকতে হবে। প্রতিনিয়ত শিকড়ের সন্ধানে আমাদের কাজ করতে হবে। যারা ঐতিহ্যমুখী, তারা শিকড় থেকে শিখরে পৌঁছবেন। গত ১৫ জানুয়ারি চটগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে শিক্ষাবিদ ও লেখক ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রফেসর রীতা দত্ত ও কবি নাট্য ব্যক্তিত্ব থিয়েটার ইন্সটিটিউটের পরিচালক অভীক ওসমান। কবি ও সাংবাদিক রাশেদ রউফের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, এ জে এম জাহাঙ্গীর, কবি মাহবুবা চৌধুরী, প্রাবন্ধিক সাইফুদ্দিন আহমদ সাকী, অধ্যাপক ফাতেমা জেবুননেছা, একাডেমির পরিচালক এস এম আবদুল আজিজ প্রমুখ। কবিতা আবৃত্তি করেন কবি ও বাচিকশিল্পী রিনিক মুন। প্রেস বিজ্ঞপ্তি।












