‘আমাদের সন্তান হত্যাকারীদের ক্ষমা নেই’

প্রেসক্লাব চত্বরে নারীদের প্রতিবাদী সমাবেশ

| শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

ছাত্রজনতা হত্যা, হামলা, গণগ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ‘প্রতিবাদী নারী সমাজ’ ও ‘সন্তানের পাশে মা’এর যৌথ ব্যানারে নারীদের এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আসমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চুয়েটের সহকারী অধ্যাপক নুরুন নাহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইমা সুলতানা, নাসরিন সুলতানা, সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস পপি, নারীনেত্রী নূরুন্নাহার মুন্নী, শাহীন শিরিন, পূরবী চক্রবর্তী, মাসরেকা সুলতানা, সাবরিনা নীলা, শিক্ষক নাসিমা সিরাজী, শিক্ষক উম্মে হাবিবা, শিক্ষক এরিনা, রিমা আক্তার, পুষ্পিতা নাথ, ফাহিমা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের সন্তানরা রাষ্ট্রের বৈষম্য নিরসনের দাবি তুলেছিল, অধিকারের কথা বলেছিল। এ গণতান্ত্রিক দাবিতে আন্দোলনের ‘অপরাধে’ আমাদের সন্তানদের সরকারের পুলিশ বাহিনী ও ছাত্রলীগ গুলি করে হত্যা করেছে। গুলি করে শত শত মায়ের বুক খালি করা হয়েছে। এখন হাজারে হাজারে আমাদের সন্তানদের কারাগারে পাঠানো হচ্ছে। শহীদ সাঈদের মা গৃহপরিচারিকার কাজ করে সাঈদকে বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ যুগিয়েছে। সেই নিরস্ত্র সাঈদকে পুলিশ প্রকাশ্যে গুলি করে হত্যা করলো। আর পুলিশ এখন বলছে ছাত্রদের পাথর ও গুলিতে নাকি সাঈদ মারা গিয়েছে। আমরা ধিক্কার জানাই এ অসভ্যতার! যারা আজ আমাদের সন্তানদের হত্যা করেছে, তাদের কাছে কী বিচার চাইবো? আমাদের সন্তানদের যারা হত্যা করলো, সে খুনীদের কোন ক্ষমা নেই। শত শত ছাত্র জনতার রক্তে হাত রাঙ্গানো এ স্বৈরাচারী সরকারের ক্ষমতায় থাকার আর কোন নৈতিক অধিকার নেই। ছাত্রজনতা হত্যার দায় নিয়ে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে।

সমাবেশ থেকে অবিলম্বে দমন, পীড়ন, গণগ্রেপ্তার বন্ধ করা, আটককৃত ছাত্রসাধারণ মানুষের নিঃশর্ত মুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাবআন্দরকিল্লাহলালদীঘিকোতোয়ালী হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল-সমাবেশ
পরবর্তী নিবন্ধক্যাম্পে সাপের কামড়ে রোহিঙ্গার মৃত্যু