জয়ের নেশায় মত্ত সবাই
বাংলাদেশের মেয়ে।
ছুটে চলছে, কী দুরন্ত
ঘামের জলে নেয়ে!
সাহস ছিল মনে অটুট
পরবে জয়ের মালা ।
পথের খোঁজে বের হয়েছে
মিটছে অন্তর জ্বালা।
আমরা পারি, পারতে হবে
ভয় পাবো না আজ।
বিদেশ থেকে তুলে আনবো
লাল সবুজের তাজ।
তৃষ্ণা থাকবে জেতার আশায়
টিকে থাকবো লড়ে।
বিশ্বসেরার মুকুট আসবে
প্রমীলাদের ঘরে।
টিকে থাকার লড়াইয়ে আজ
শিখবো অনেক কিছু।
সামনে যাবার সময় এলে
তাকাবো না পিছু।