‘অপরের কল্যাণ এবং ভালো কাজের মধ্য দিয়ে মৃত্যুর পরও মানুষ বেঁচে থাকে’ মন্তব্য করে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, মানুষ মরণশীল। সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে আমাদের পদচিহ্ন যদি একটু করে রেখে যেতে পারি, তাহলে লোকজন বলবে এই লোকটা খুব ভালো ছিল। আমাদের সেই চেষ্টা করা উচিত।
গতকাল শনিবার সন্ধ্যায় নগরের চকবাজার বালি আর্কেডে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সামাজিক সংগঠন প্রয়াসের ১৬তম বর্ষপূর্তি ও প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে মুখ্য আলোচক ছিলেন সিডিএর বোর্ড মেম্বার প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। উদ্বোধক ছিলেন প্রয়াসের উপদেষ্টা প্রকৌশলী মোমিনুল হক। প্রয়াস সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপ্পীর সভাপতিত্বে ও প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সঞ্চালনায় অতিথি ছিলেন প্রয়াসের উপদেষ্টা লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী, লায়ন ডা. এম জাকিরুল ইসলাম, রোটারিয়ান জাহেদা আক্তার মিতা ও জাফর ইকবাল।
সংবর্ধিত অতিথি হচ্ছেন সমাজসেবক এবং একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব রফিক আহামদ, সফল ব্যক্তি ব্যবসায়ী মো. আক্কাস উদ্দীন, সফল উদ্যোক্তা রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), সেরা রাঁধুনী (১৪২২) সাবিনা ইকরাম সিরাজী ও সফল নারী সুবর্ণা দে। মরণোত্তর সম্মাননা জানানো হয় ছুফি আহাম্মদ ভূঁঞাকে। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার নাতনি রুহি আফরোজা।
বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির চেয়ারম্যান লায়ন হুমায়ূন কবির, আয়োজক কমিটির কো–চেয়ারম্যান ডা. এম ওয়াই এফ পারভেজ, আয়োজক কমিটির সদস্য সচিব সারিস্ত বিন্তে নূর এবং প্রয়াসের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খান আসিফ।
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক বলেন, যতদূর জেনেছি, প্রয়াস চট্টগ্রামে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মাঝে আস্থা সৃষ্টিতে সক্ষম হয়েছে। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি দূর করতে এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের মধ্যে কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উন্নত সামাজিক মূল্যবোধ সৃষ্টিতেও এ সংগঠনের ভূমিকা প্রশংসনীয়। আগামীতে প্রয়াস তাদের কার্যক্রম আরো জোরদার ও সম্প্রসারণ করে উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আমার আন্তরিক বিশ্বাস। আমি প্রয়াসের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করি।
আজাদী সম্পাদক বলেন, সবাই বলে যুবকরাই আমাদের ভবিষ্যৎ। আমি সেটা বলি না। কারণ গতকাল কী হয়েছে সেটা আমি জানি। আগামীকাল কী হবে সেটা আমি–আপনি জানি না। সুতরাং আজকে বা বর্তমান যে সময় সেটার যদি সদ্ব্যবহার করতে পারি, এ সময়টাকে যদি কাজে লাগাতে পারি, তবেই আমার ভবিষ্যৎকে গড়ে তুলতে পারব।
তিনি তরুণ সমাজকে ভবিষ্যৎ বিনির্মাণের স্বপ্ন্ন দেখার আহ্বান জানান। এপিজে আবুল কালামের ‘স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে দেখে’ উদ্ধৃত করে তিনি বলেন, স্বপ্ন দেখতে হবে জেগে জেগে। কারণ ঘুমের মধ্যে আমরা যে স্বপ্ন দেখি সেটা অলীক, বাস্তব না। কিন্তু জেগে থেকে যে স্বপ্নটা দেখব সেটাই আসল স্বপ্ন। জেগে দেখা স্বপ্নের মধ্যে নিহিত থাকবে আমরা কী হতে চাই, নিজেকে কত উচ্চতায় নিয়ে যাব। একইসঙ্গে নিজেকে উন্নতির চূড়ায় নিয়ে যেতে বর্তমানকে কাজে লাগতে হবে। এতে ভবিষ্যৎও উজ্জ্বল হবে।
প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, একঝাঁক স্বপ্নবাজ তরুণের হাত ধরে এগিয়ে যাচ্ছে প্রয়াস। এ সংগঠন প্রতি বছর ক্লান্তিহীন ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটা একটা বিরল ঘটনা। তিনি বলেন, ১৬ বছরে সফলতায় পৌঁছানো প্রয়াস চট্টগ্রামের একটি জনপ্রিয় সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে এটি সেবামূলক কাজ দিয়ে চট্টগ্রামের অবহেলিত, অনগ্রসর, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সেবা ও বিভিন্ন মানবিক বিপর্যয়ে সুশৃঙ্খলভাবে স্বেচ্ছাসেবী হয়ে কাজ করতে দেখে আমি অভিভূত। প্রয়াস অন্যান্য সামাজিক সংগঠনের সাথে কল্যাণমূলক কাজে প্রতিযোগিতার মাধ্যমে আরো বহুদূর এগিয়ে যাক–এই প্রত্যাশা করি।
প্রকৌশলী মোমিনুল হক বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও কম ভাগ্যবান মানুষের আস্থার ঠিকানা প্রয়াস। সমাজের একঝাঁক তরুণ–তরুণী যাদের মূল শক্তি সমাজে কিছু ভালো কাজ করার মানসিকতা, তাদের এই পথচলা ঈর্ষণীয় ব্যাপার।
রফিক আহামদ বলেন, প্রয়াস মানুষের মুখে হাসি ফোটানোর প্রয়াস নেয়। গত ১৬ বছর ধরে তারা সেজন্য কাজ করে যাচ্ছে। প্রয়াস মানুষের কল্যাণে কাজ করছে। প্রয়াস দীর্ঘজীবী হোক।
প্রয়াস উপদেষ্টা লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী বলেন, সৃজনশীল সমাজ বিনির্মাণের উদ্দীপ্ত তারুণ্য সৃষ্টির পাঠশালা প্রয়াস। সামাজিক ও মানবিকতায় প্রয়াস ছুটে গেছে কখনো অসহায় পরিবারের পাশে, কখনো চিকিৎসা ব্যয়ের জন্যে, কখনো স্বেচ্ছায় রক্তদানে, কখনোবা শীতার্ত মানুষের পাশে। স্বেচ্ছাসেবীর পরিপূর্ণ মনোভাব নিয়ে আর্তমানবতার পাশে দাঁড়াতে হাঁটি হাঁটি পা পা করে প্রয়াসের ১৬তম বর্ষে পদার্পণ আনন্দের।
রোটারিয়ান জাহেদা আক্তার মিতা বলেন, প্রয়াস মানে চেষ্টা, প্রয়াস মানে ইচ্ছা। প্রয়াস মানুষের কথা বলে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার জন্য প্রয়াসের কার্যক্রম প্রশংসনীয়।
হাসান মুরাদ চৌধুরী মামুন বলেন, প্রয়াস কখনো লোক দেখানো কাজ করে না।