সবুজের সমারোহ মাঠ ঘাট ছাড়িয়ে
পাহাড়ের পাদদেশে মন যায় হারিয়ে
ভিনদেশী বণিক আর হানাদার তাড়িয়ে
আমাদের ডিসি হিল ডাকে হাত বাড়িয়ে।
এইখানে মেলা হয় চেরাগির কিনারে
আরতিতে মজে কেউ বুদ্ধের মিনারে
বড় বড় বৃক্ষেরা আছে ঠায় দাঁড়িয়ে
পাখিদের কাকলিতে মন যায় হারিয়ে।
সবুজের আঙিনায় পাতাদের ছায়াতে
শান্তির ছোঁয়া লাগে আদর ও মায়াতে
শহরের যানযট সবকিছু ছাড়িয়ে
ডিসি হিল ভালোবাসা দেয় হাত বাড়িয়ে।
স্বস্তির ছোঁয়া পেতে ছেলে বুড়ো সকলে
ছুটে যায় ডানা মেলে ছায়া নিতে দখলে।