‘আমাদের ছবি ক্লিক করুন কিন্তু ছড়াবেন না’

কলকাতাবাসীর কাছে প্রসেনজিৎ ও দেবের অনুরোধ

| শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

কলকাতার তারকা নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে জুটি বেঁধেছিলেন দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রশংসিত হয়েছিল এই জুটি। সেই ম্যাজিক সঙ্গে নিয়ে আবারও সিনেপর্দায় জুটি বাঁধছেন এই দুই সুপারস্টার। ছবির নাম ‘কাছের মানুষ’। পরিচালক পথিকৃৎ বসু। যদিও এটা পুরনো খবর। নতুন খবর হল, খুব শিগগির শুটিং শুরু হতে চলেছে এই ছবির। কলকাতার অলি-গলিতেই বেশিরভাগ শুটিং করবেন দেব ও প্রসেনজিৎ। আর শুটিং নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতাবাসীকে বিশেষ অনুরোধ করলেন টলিউডের এই দুই অভিনেতা।
‘কাছের মানুষ’ ছবিতে টিমের পক্ষ থেকে দেব ও প্রসেনজিৎ একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে লেখা রয়েছে, ‘আমরা খুব শিগগির কলকাতার বিভিন্ন জায়গায় ‘কাছের মানুষ’ এর শুটিং শুরু করব। সবাইকে বিনীত অনুরোধ শুটিং চলাকালীন আমাদের ছবি যদি ক্লিক করেন, দয়া করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না। এতে আমাদের ছবির চমকগুলো প্রকাশ্যে এসে যাবে। সিনেমা মুক্তির আগে আপনারা আমাদের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই পারেন। সহযোগিতা করার জন্য ধন্যবাদ।’ দেবের প্রযোজনায় তৈরি হতে চলেছে ‘কাছের মানুষ’।

পূর্ববর্তী নিবন্ধপ্লেবয় হলেও প্রেমিক তো, রণবীরের প্রসঙ্গে বললেন আলিয়া
পরবর্তী নিবন্ধমাদারবাড়ী উদয়ন সংঘের ক্রিকেট কমিটি গঠিত