আমাদের কামব্যাক করার সুযোগ আছে বললেন তানজিদ তামিম

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

ভুলে যাওয়ার মতোই একটি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচটিতে। যেখানে ৫ রানের ব্যবধানে ৭ উইকেটের পতন হয়েছিল। বাজেভাবে ব্যাটিং ধসের ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এসে শুরুতেই তানজিদ জানালেন, প্রথম ওয়ানডে ৬২ রান করলেও সন্তুষ্ট নন তিনি। সন্তুষ্ট না থাকার ব্যাখ্যাও দিলেন তিনি। তানজিদ হাসান বলেন, আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি। কারণ দলের যখন যেটা দরকার ছিল আমি সেটা পূরণ করতে পারিনি। সেদিক থেকে বলবো যদি সেটা পূরণ করতে পারতাম, তাহলে হয়তো বা বলতে পারতাম হ্যাঁ, আমি ভালো খেলেছি। দলের জন্য খেলতে পেরেছি।’ প্রথম ওয়ানডেতে হেরে গেলেও এখনো কামব্যাক করার সুযোগ দেখছেন তানজিদ তামিম। কেননা সামনে আরও দুটি ম্যাচ রয়েছে। বাংলাদেশ ওপেনার বলেন, ‘অবশ্যই আমাদের কামব্যাক করার সুযোগ আছে। কারণ তিন ম্যাচের সিরিজ, এক ম্যাচ শেষ হয়েছে। পরের ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি কামব্যাক করতে পারি, তাহলে আমরা সিরিজের লড়াইয়ে থাকতে পারবো।’ নাজমুল হোসেন শান্ত ও নিজের আউট নিয়ে তানজিদ তামিম বলেন, ‘আমি আর শান্ত ভাই অনেক ভালো একটা জুটি গড়েছিলাম। সেদিক থেকে বলবো, আমরা খানিকটা দুর্ভাগা। কারণ ওই রান আউটটা। তারা অনেক ভালো ক্যাচ ধরেছে এবং ভালো একটা রানআউটও করেছে। আমার কাছে মনে হয় এটা অনেক বড় টার্নিং পয়েন্ট। কারণ ওখান থেকে যদি আমরা একটা ৩০৪০ রানের জুটি করতে পারতাম দুজনে মিলে তাহলে মনে হয় ম্যাচটা আমাদের জন্য আরও সহজ হয়ে যেতো।’ উইকেটের চরিত্র নিয়ে ২৪ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘এই উইকেটে যারা সেট হবে, তাদের লম্বা ইনিংস খেলতে হবে। আমি আর শান্ত ভাই যেভাবে সেট হয়েছিলাম, যদি আরেকটু থাকতে পারতাম তাহলে ম্যাচটা ভালোভাবে বের হয়ে আসতে পারতো। পরের ব্যাটসম্যানদের জন্য অনেক সহজ হয়ে যেতো।’

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় কুসুমপুরা ফুটবল প্রিমিয়ার লিগ সম্পন্ন
পরবর্তী নিবন্ধতুর্কমেনিস্তানকে হারিয়ে বাছাই শেষ করতে উন্মুখ ঋতুপর্ণারা