আমাদের একজন চার্লি চ্যাপলিন দরকার

কানের অনুষ্ঠানে জেলেনস্কি

| বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৮:৫৪ পূর্বাহ্ণ

 

পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন হয়। ফ্রান্সের কান শহরে আয়োজিত এ অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াতে এখন একজন চার্লি চ্যাপলিনের প্রয়োজন বলে তিনি মন্তব্য করেছেন। খবর বাংলানিউজের।

কান অনুষ্ঠানের উদ্বোধনীতে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি যুক্ত হন জেলেনস্কি।

পূর্ববর্তী নিবন্ধদূষণে বছরে ৯০ লাখ মৃত্যু!
পরবর্তী নিবন্ধআজভস্তালের ৯৫৯ সেনার আত্মসমর্পণ