আমাদের আচরণ ও কর্মের মাধ্যমেই দেশের কল্যাণে কাজ করতে হবে

বাঁশখালীতে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালায় পাপ্পা

| শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

বাঁশখালীতে ছাত্রদল আয়োজিত ‘দেশগড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম১৬ বাঁশখালী সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, আমাদের আচরণ, কথা ও কর্মের মাধ্যমেই মানুষ বিএনপিকে বিচার করবে। তাই আমাদের হতে হবে সৎ, আদর্শবান, ত্যাগী ও জনগণের পাশে থাকা রাজনৈতিক কর্মী। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। গণতন্ত্র সংকুচিত, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, অর্থনীতি চাপে, বেকারত্ব বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। দিশেহারা মানুষের মুক্তির একমাত্র উপায় হচ্ছে নির্বাচিত গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এই দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে শুধু দলীয় নেতৃত্বই নয়, আমাদের মতো তৃণমূলের নেতাকর্মীদের ভূমিকা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এই বাস্তবতায় বিএনপি একটি সুস্পষ্ট, বাস্তবসম্মত ও জনগণকেন্দ্রিক দেশ গড়ার পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছে। পরিকল্পনাগুলো মধ্যে শিক্ষার উন্নয়ন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত পরিবার গঠনে ফ্যমিলি কার্ড ও কৃষিকদের উন্নয়নে কৃষি কার্ড প্রণয়ন, বেকার সমস্যা দূরীকরণে কর্মসংস্থান তৈরীর উদ্যোগ, নদী খাল বিল ও পরিবেশ রক্ষায় পদক্ষেপ গ্রহণ, ইমাম খতিব মুয়াজ্জিন সাহেবগণ, একইভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রধানদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা, ক্রীড়া উন্নয়নে পরিকল্পনাগুলো ছিলো উল্লেখযোগ্য।

দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালা গত কাল বৃহস্পতিবার উপজেলার একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদুল ইসলামের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ। আলোচনায় অংশ নেন চবি ছাত্রদলের সহসভাপতি রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, তাজকিয়া রহমান বাবর, মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ মারুফ, মইনুল হাসান, আয়াছ, তারেকুর রহমান, কাইদুল ওয়াদুদ জিসান, জাহেদ হাসান তারেক, আমজাদ হোসেন মারুফ, মিনহাজ, নাইম উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুতিন নয়, জেলেনস্কিই ইউক্রেন শান্তি চুক্তি আটকে রেখেছেন : ট্রাম্প
পরবর্তী নিবন্ধআজ ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা