আমাদের অহংকার ও সাহসের আরেক নাম

মিতা পোদ্দার | শনিবার , ২৫ জুন, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

অপেক্ষার পালা শেষ। স্বপ্নের সেই পদ্মা সেতুকে আমি উপভোগ করবো স্টিমারে চড়ে চড়ে। আমাদের অহংকার ও আবেগের চির চেনা এই পদ্মা সেতু। ৬.১৫কিঃ মিঃ দীর্ঘ এই সেতুটির চমৎকার দৃশ্য আমি দু’চোখ ভরে দেখবো। সেই দৃপ্তকণ্ঠের প্রতিধ্বনি আজও কোটি বাঙালির হৃদয়ে বাজে। বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার আদর্শকে ধারণ করে অর্থনৈতিক মুক্তির মহাসড়কের আরেকটি মাইলফলক স্থাপন করতে যাচ্ছেন।

শত বাঙালির প্রাণের বন্ধু সারা বিশ্বকে বুঝিয়ে দিলেন পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। হতাশা দিয়ে নয়, দৃঢ় প্রত্যয় ও সাহসিকতা নিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে প্রকৃত দেশপ্রেমীর কাজ। দিনের পর দিন ফেরি পারাপারের অপেক্ষারত থাকতে হবে না পণ্যবাহী ট্রাকগুলোকে।

নিঃসন্দেহে সেতুটি চালু হওয়ার পর মুহূর্তেই রাজধানী ঢাকায় পৌছানো যাবে। আজ আমরা উচ্চকণ্ঠে বলতে পারি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর যোগ্যতম কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের এক অনন্য এবং অসাধারণ ব্যক্তিত্ব। যার অবদানের গুণকীর্তন বলে শেষ করা যাবেনা। আমরা গর্বিত এই মাটিতে জন্মগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের সাহস, সক্ষমতা ও গর্বের প্রতীক
পরবর্তী নিবন্ধস্বপ্নের পদ্মা সেতু