ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ–ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী বলেছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান সময়ে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য। বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপ আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত ২৭ জুলাই পুর্ব নাসিরাবাদ আল–জামিয়াতুল ইসলামিয়া মিছবাহুল উলুম মাদ্রাসা মিলনায়তনে সংগঠনের সভাপতি আহমদুল আলম বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মো. সরওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ মো. মনছুর, লায়ন মো. ইব্রাহিম, মোসলেহ উদ্দিন সেলিম, এম জাহাঙ্গীর কবির চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, মো. আলী আজগর রনি, মো. শহীদুল ইসলাম, মো. তসলিম উদ্দিন, মো. শওকত আলম খান ও মাওলানা আবদুল জব্বার। শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ এবং মাদ্রাসা চত্বরে চারা রোপণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।