আমাণ্ডা বার্ড

জেন জি | শুক্রবার , ৯ আগস্ট, ২০২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ

লড়াকু প্রজন্মে স্বাগতম, লাখোকোটি অগণন, আর কটা দিন, আপনারা আমাদেরই কাঁধে ভর দিয়ে নির্ভার হবেন। যদিও আমাদের কেউ কেউ এখনও ঘুমের ঘোরে ভয়ে কেঁপে ওঠে শিশুকালের অভ্যাসে। যেসব প্রোগ্রামে আমাদের বুঁদ করে দিয়েছেন, যে ডিভাইসগুলোর সাথে বেঁধে দিয়েছেন গাঁটছড়া আগামীর মাসোহার হিসেবে জিপিএর জোয়াল আর বায়োডাটার চৌকস ফাঁদে, যে দক্ষতায় গড়ে তুলতে চেয়েছেন সেসবই আজ আমাদের কথা বলতে অভয় দেয়। আমাদের জানায়, যে, কিছু একটা করা দরকার। পালিয়ে যাওয়ার কথা ভাবতে পারেন বটে! কথার সাথে কথা না মিললেই আমরা কাঁচা, কোথাকার কে, চুপ রহো ! বলছেন আমরা মহামহীম “আমি”এর দাস বনে গেছি কিন্তু আমরা দেখেছি একটি টুইটই জীবন বদলে দেয় আমরা দেখেছি একটি হ্যাশট্যাগ লড়াইয়ে টেনে আনে লাখো জনতাকে, কাতারে কাতারে শিল্পী, ভুক্তভোগী, প্রতিবাদী কলস্বররাতারাতি ! পুরাণ নয় এ, সত্যিই আমাদের আঙুলের ডগায় পৃথিবী ক্লিকের এমন মোক্ষম উপায়ে আমরা এখানে দাঁড়িয়ে ভাবনারও অধিক শক্তিশালী রূপে । খাইয়েছেন, পড়িয়েছেন, চিনিয়েছেন, যে মগজ বানিয়ে দিয়ে ভেবেছেন তা কেবলই ব্যবহৃত হবে অলস আর উন্মাদের তরে, আমাদের “মামুলি” ঠাউরেছেন, রোবট বানাতে চেয়েছেন, ভয়ার্ত হাঁসছানা….. ভয় পাবেন না, একটু ভাবুন শুধু, পাশা উল্টে গেলে কেমন হয়? অনুমান করুন, হায়! কল্পনারও দূরে।

পূর্ববর্তী নিবন্ধএকা, অগত্যা তুমিই
পরবর্তী নিবন্ধহে সখা, মম হৃদয়ে রহো