‘আমাকে সুচরিতা বানিয়েছেন গাজী ভাই’

| সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪১ পূর্বাহ্ণ

তার প্রকৃত নাম বেবী হেলেন। তবে রুপালি জগতে পরিচিতি পেয়েছেন সুচরিতা নামে। ঢাকাই সিনেমায় আশির দশকে নায়িকা এবং পরবর্তী সময়ে জ্যেষ্ঠ চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। বেবী হেলেন থেকে সুচরিতা হওয়ার পেছনে যার ভূমিকা সবচেয়ে বেশি ছিল, তাদের একজন কিংবদন্তি গীতিকবি, নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। গত রবিবার তিনি মারা গেছেন। তাই শোকাহত অভিনেত্রী কান্নার ঢেউ নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। গাজী মাজহারুল আনোয়ারের বারিধারার বাসায় আসেন সুচরিতা। দোতলার বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন, সান্ত্বনা দেন। এরপর কাঁদতে কাঁদতে নেমে আসেন। তাকে দেখে গণমাধ্যমকর্মীরা এগিয়ে যান, কিন্তু কান্নার জন্য ঠিকমতো কথাই বলতে পারলেন না কালজয়ী নায়িকা। চোখ মুছতে মুছতে সুচরিতা শুধু বলেছেন, আমাকে সুচরিতা বানিয়েছেন গাজী ভাই। তিনি, আজিজুর রহমান, দিলীপ বিশ্বাস ওনাদের হাতেই আমি বড় হয়েছি। তাকে নিয়ে এভাবে কথা বলতে হবে, ভাবিনি। এদিকে ঢাকাই সিনেমার সফল নৃত ্যপরিচালক আজিজ রেজা কাজের সূত্রে ছিলেন ময়মনসিংহে। সেখান থেকেই শুনলেন গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুর খবর। এরপর আর দেরি করলেন না। ছুটে এলেন ঢাকায়, গীতিকবির বাসার সামনে।

পূর্ববর্তী নিবন্ধএত বড় শোক নেওয়া ভীষণ কষ্টকর: কুমার বিশ্বজিৎ
পরবর্তী নিবন্ধবিষণ্ন রফিকুল আলম, কান্নায় ভেঙে পড়লেন আবিদা