আমাকে যেতে হয়

য়ানসার হক | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:২৭ পূর্বাহ্ণ

আমাকে যেতে হয় সন্ধ্যাময় একদিন
ঠিক নির্ভার পূর্ণিমার জোছনার কাছে
ভালোবেসে দুঃখ নদীর যে ঠোঁটে
এঁকেছো গোলাপের রঙ, সঙ্গমের গরিমা
সে ঠোঁটের রঞ্জনে চাই মরণ খেলা।

ডুব দেয়া সন্ধ্যায় এখনো কী খেলা করে
অমৃত সুরের কলাবতী গান ?
ধূমায়িত জোছনার ফাঁক গলে আসা
কুয়াশা কী ফোটায় কাশফুল তোমার চুলের ডগায় ?
আমাকে যেতে হয় জোছনাময় একদিন
জেগে ওঠা তোমার প্রাণহরী দ্বীপে।

মেঘের সরোজ সায়ন্তী যতোই শরমিন্দা হোক
আমি যাবো…
রঙিন ঝালরে আঁকা তোমার শ্যামাঙ্গী চোখ
এঁকে যে দিয়েছিল প্রেমের বেহুদা তরিকা।

পূর্ববর্তী নিবন্ধচসিক প্রশাসকের সাথে সাবেক মেয়র মনজুর সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধদোঁহা