‘আমাকে মাফ করে দিস’। সকালে নববধূকে ফোন দিয়ে শুধু এই কথাটি বলেছিলেন মো. কামাল (২৭)। এরপর ফোন বন্ধ করে দেন তিনি। তিন ঘণ্টা পর গলায় ফাঁস লাগানো অবস্থায় কামালের লাশ মিলল বাড়ির পার্শ্ববর্তী এক কবরস্থানে। গতকাল বুধবার পটিয়া উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত কামাল উপজেলার কচুয়াই ইউনিয়নের মৃত জেবর মুল্লুকের পুত্র। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি। দুই মাস পূর্বে তিনি বিয়ে করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার বাসিন্দা গনি বাবুর্চী স্থানীয় কবরবস্থানের সামনে ছাগল চড়াতে যান। এ সময় কবরস্থানে কামালের মৃতদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।












