আরাভ খান খুনের মামলার আসামি হলেও কোর্টের রায় না পেয়ে তাকে দোষী হিসেবে দেখতে চান না হিরো আলম; আর আরাভ মামলার ছয় নম্বর আসামি হওয়ার পরও প্রথম পাঁচজনকে নিয়ে কেউ কথা বলছে না কেন, সেই প্রশ্নের উত্তর পাচ্ছেন না এই ইউটিবার। দুবাই থেকে ফিরে গতকাল রোববার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরো আলম বলেন, আমাকে আর সাকিব আল হাসানকে মেডেল দেওয়া উচিত। পুরস্কৃত করা উচিত। কারণ, আমরা যদি অনুষ্ঠানে না যেতাম, কে আসামি, তার সন্ধান পেত না। আমাদের জন্যই তারা আসামির সন্ধান পেয়েছে। খবর বিডিনিউজের।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ আমাকে সতর্ক করলে যেতাম না। আমাদের মেসেজ (বার্তা) দিতে পারত, বিমানবন্দরে আটকাতে পারত। পুলিশ নিজেই জানত না সে খুনের মামলার আসামি। আমরা যাওয়ার পর জানতে পেরেছে। শিল্পীদের কেউই জানত না।
আরাভ জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়া প্রত্যেক শিল্পীকে বিমানভাড়াসহ সব খরচের পরে সম্মানী দেওয়া হয়েছে বলেও জানান হিরো আলম। তবে আরাভ খান এক ভিডিওতে দাবি করেছিলেন, তার দোকান উদ্বোধনে যারা দুবাই গিয়েছিল, তাদের কাউকে টাকা পয়সা দেওয়া হয়নি। ওই কথা মিথ্যা দাবি করে হিরো আলম বলেন, সে তো আমাদের আত্মীয় স্বজন না। আমরা কেন যাব তার অনুষ্ঠানে? আমাদের বিমানভাড়াসহ সব খরচ ছাড়াও শিল্পীদের সম্মানী দিয়েছেন। এই সম্মানীর টাকা দিয়ে রমজানে গরীবদের মধ্যে কাপড় ও সেমাই বিতরণ করবেন বলে জানান হিরো আলম।












