আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে এ মুহূর্তে সরকার চিন্তা করছে না বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। খবর বাংলানিউজের।
জেলা প্রশাসক সম্মেলনে ডিসিরা আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেন, যা নিয়ে সংবাদ প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়। আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্পেশাল কারো জন্য একটা ইউনিভার্সিটি…। হ্যাঁ, আর্মিরা ইউনিভার্সিটি পরিচালনা করছে বা অন্যরা করছে। সেক্ষেত্রে তারা (ডিসি) বলেছে। আপাতত আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো আমরা করছি। শুধু সরকারি কর্মচারীদের জন্য আলাদাভাবে– এ কনসেপ্ট আমরা নিতে পারছি না। ইউনিভার্সিটি হলে সেটি সবার জন্য হবে। সেখানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পড়াশোনার সুযোগ নিতে হবে। আমরা বিষয়টিকে এভাবেই দেখি।