আমরা যদি না জাগি মা
হবে কী আর সকাল?
আঁধার কালো দেশ সমাজের
ডেকে আনবে আকাল।
প্রতিবাদের আগুন জ্বেলে
আলোকিত করবো,
সত্য সুন্দর সঠিক পথে
দেশটা কে আজ গড়বো।
তোমার ছেলে বসে নেই তো
বুদ্ধি করে সঞ্চয়,
ঘুমিয়ে থাকা দেশটাকে
করবে যে আলোকময়।
মজনু মিয়া | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ