ভারতীয় হাই কমিশন ভাঙচুর নয়, অহিংসভাবে রাজপথে নেমে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে আসেন তিনি। ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে সাংবাদিকদের ওপর হামলা থেকে বিক্ষুব্ধদের বিরত রাখতেও নেতাকর্মীদের পদক্ষেপ নিতে বলেন তিনি।
সবাইকে শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা ভারতীয় হাই কমিশন ভাঙচুর করতে চাই না। যারা এই ধরনের উস্কানিমূলক কাজকর্ম করতে চায় আমরা বাংলাদেশের ১৮ কোটি জনগণকে বলব অহিংস এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশের রাজপথে নেমে আসুন। যারা এখানে সাবোটাইজ করতে চায়, সাংবাদিকদের উপরে হামলা করতে চায়, যারা বিভিন্ন দূতাবাসে হামলা করতে চায়, তাদেরকে আপনারা নিবৃত্ত করে আপনাদের ভাই বোন হিসেবে সহযোগী হিসেবে রাজপথে নিয়ে আসুন। খবর বিডিনিউজের।
সবাইকে যুক্তি দিয়ে কাজ করার আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, “যদি কোনো দূতাবোসে আক্রমণ হয়, যদি কোনো এই ধরনের সাবোট্যাজ অ্যাক্টিভিটি সেখানে চলে; তাহলে বহিঃশক্তি এখানে হস্তক্ষেপ করার সুযোগ পাবে। আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না।”












