আমরা বারবার একত্রিত হবো, ঐক্যবদ্ধ থাকবো : আজহারী

| সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী বলেছেন, দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে ঠিক এভাবেই আমরা বারবার একত্রিত হবো। এভাবেই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। গতকাল রোববার মিজানুর রহমান আজহারী তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন। খবর বিডিনিউজের।

মিজানুর রহমান আজহারী লেখেন, শনিবার ঢাকার চারদিক থেকে তেজদীপ্ত মানব প্লাবনের উত্তাল তরঙ্গ সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক মোহনায় মিলিত হয়েছিল। এটি শুধু একটি মার্চ ছিল না, ছিল বিবেকের ডাক! ন্যায়ের পক্ষে ইমানি হাজিরা! ঐক্যবদ্ধ বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। ঠিক কবে গোটা বাংলাদেশ এমন করে একত্রিত হয়েছিল তা হলফ করে বলা মুশকিল। মিজানুর রহমান আরও লেখেন, দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে ঠিক এভাবেই আমরা বারবার একত্রিত হবো। এভাবেই ঐক্যবদ্ধ থাকবো ইন শা আল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধচারুকলার মোটিফে আগুন দেওয়া যুবক আরবির ছাত্র ও ছাত্রলীগ কর্মী?
পরবর্তী নিবন্ধসরানো হলো সড়ক ডিভাইডার, ঝুঁকি