আমরা প্রতিবন্ধীদের জন্য একটি বসবাসযোগ্য নগরী গড়তে চাই

কৃষ্টির ব্রেইল পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে মেয়র

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সেলিম নজরুল নামের এক ব্যক্তি সিডিসি নামের একটি সংগঠন করেছিলেন। প্রতিবন্ধীদের উন্নয়নে আমি তার অক্লান্ত পরিশ্রম দেখেছি, ঠিক যেভাবে আজকে কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানা করছেন। আমরা প্রতিবন্ধীদের জন্য একটি বসবাসযোগ্য নগরী গড়তে চাই। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির জয়নুল আবেদীন মিলনায়তনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে কৃষ্টির উদ্যোগে আয়োজিত ব্রেইল পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে আমরা গত এক বছরে বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের পাশে দাঁড়িয়েছি। একজন দৃষ্টি প্রতিবন্ধী সে হয়তো চোখে দেখছে না, কিন্তু হাতের স্পর্শে চমৎকারভাবে পড়া কিংবা লেখা বুঝতে পারছে। এটার মাধ্যমে মহান আল্লাহ তার জন্য তৃতীয় নয়ন খুলে দিয়েছেন। আজকের আমি সাবরিনাকে অনুরোধ করবো ওনাদের যেসব প্ল্যান আছে, সে প্ল্যানগুলো যেন আমাদেরকে সাবমিট করা হয়। বাজেট যদি আমাদেরকে দেওয়া হয়।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সহসভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ বলেন, কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানার এই অগ্রযাত্রা সবাইকে প্রেরণা দিবে। তার যে সাহসিকতা সেটি এক কথায় অনন্য।

সভাপতির বক্তব্যে কৃষ্টি ট্রাস্টের সভাপতি সাবরিনা সুলতানা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার একমাত্র মাধ্যম ব্রেইল হলেও শিক্ষা পদ্ধতি ব্রেইলে নানাবিধ অসামঞ্জস্য ও বিভ্রান্তি থাকার ফলে শিক্ষার মৌলিক ঘাটতি থাকায় সার্টিফিকেট পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং চাকরি পরীক্ষায় কোনো উন্নতি নেই। এ প্রেক্ষিতে আমরা মনে করেছি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে ব্রেইল পাঠের চর্চার প্রসার বৃদ্ধি করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি রাশেদুল শেখ ও শ্রাবনী ভৌমিক।

উল্লেখ্য, ‘ব্রেইল শিখে সহজে পড়ি, স্বাধীনভাবে জীবন গড়ি’এই প্রতিপাদ্য নিয়ে স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র কৃষ্টি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক ও শিক্ষার্থীদেরকে বিজ্ঞানভিত্তিক বা আধুনিক শিক্ষা পদ্ধতি ও ব্রেইল পাঠে আগ্রহী করে গড়ে তোলার জন্য বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ব্রেইল পাঠ প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করে। গতকাল বেলা ২টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির জয়নুল আবেদীন মিলনায়তনে কৃষ্টির উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্লাস্টিকের দূষণ মোকাবেলায় পতেঙ্গা সৈকতে সচেতনতামূলক কর্মসূচি
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা