আমরা গেট উন্মুক্ত রাখার পক্ষে

অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম চৌধুরী

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ জুন, ২০২২ at ১০:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম চৌধুরী আজাদীকে বলেন, প্যারেড মাঠের সীমানা দেয়াল টপকে ঝুঁকি নিয়ে ছেলেদের মাঠে প্রবেশ করার বিষয়টি আমার নজরে ছিল না। কেউ আমাকে কিছু জানায়নি। এখন যেহেতু জানতে পেরেছি অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং পরিদর্শনে যাব।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে এ কলেজের সাথে সম্পৃক্ত। আমরা কোনোদিন চাইনি মাঠে খেলাধুলা বন্ধ হোক। আমরা চেয়েছি পড়াশোনার পাশাপাশি ছেলেরা খেলাধুলা নিয়ে থাকুক।

মাঠে প্রবেশের জন্য যে ক’টা গেট রয়েছে তার মধ্যে মাত্র একটি গেট খোলা। বাকিগুলো বন্ধ রয়েছে। সবগুলো গেট খোলা থাকলে দেয়াল টপকে মাঠে প্রবেশ করতে হতো না, ঝুঁকিও থাকত না। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমাদের হাতে নেই। প্রশাসনই গেটগুলো বন্ধ রাখতে আমাদের নির্দেশ দিয়েছে, যাতে কোনো রকম ঝামেলা না হয়। গেট বন্ধ রাখার পক্ষে না, আমরা উন্মুক্ত রাখার পক্ষে।

এ নিয়ে সংশ্লিষ্টদের সাথে বেশ কয়েকবার কথাও বলেছি, গেট খোলার অনুমতি চেয়েছি। কিন্তু কাজ হয়নি। আমি সংশ্লিষ্টদের সাথে এটি নিয়ে ফের কথা বলব। নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান জানাব।

পূর্ববর্তী নিবন্ধজেলা প্রশাসনকে চিঠি দেব
পরবর্তী নিবন্ধপ্রবেশপথ বন্ধ রাখা অযৌক্তিক