আমরা কার্ডের ওয়াদা দিচ্ছি না : জামায়াত আমির

চাঁদা নেব না, নিতেও দেব না

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৮:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। ২০০০ টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছুর সমাধান হবে? আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে, তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে; খাজনা আগে, তারপর অন্যটা, ‘২০০০ এর মধ্যে ১০০০ আমার খাজনা; আমাকে আগে দাও, তারপরে তোমারটা তুমি বুঝে নাও’। গতকাল বৃহস্পতিবার মিরপুর১০ এ নিজের প্রথম নির্বাচনী সমাবেশ এসব কথা বলেন জামায়াত আমির। দুদিন আগের ঢাকায় এক অনুষ্ঠানে দরিদ্র জনগোষ্ঠীকে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন, মূলত সে বিষয়ে ইঙ্গিত করে এসব কথা বলেন শফিকুর রহমান। খবর বিডিনিউজের।

চাঁদা নেব না, নিতেও দেব না : দেশে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ট্যাক্স নামের চাঁদাবাজি আর চলবে না। আমরা বাস্তব চিত্র দেখি, গাড়ি থেকে টাকা নিচ্ছে, বলে এটা কী? বলে, এটা রাজনৈতিক ইজারা। আপনি কোন দলের? একটা বলেন নাম, ধপাস করে বলে দেয়। আবার কেউ নাম বলার আগে কয়, ‘দেন মিয়া টাকা, নামের কী দরকার আপনার’। কইছে, ‘আমি কারে টাকা দিচ্ছি, এটা আমার জানতে হবে না’। ভাবটা এমন যে আজকে জানার দরকার নাই হাশরের দিন জানবেন।

পূর্ববর্তী নিবন্ধএকটি দল এরই মধ্যে ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু করে দিয়েছে : তারেক
পরবর্তী নিবন্ধনির্বাচন ঘিরে সরকারি চাকরিজীবীদের টানা চার দিনের ছুটি