আমরা ক’জনা পূজা পরিষদের স্মারকগ্রন্থ উন্মোচন

| বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:২৪ অপরাহ্ণ

আমরা ক’জনা আয়োজিত শারদীয় দুর্গাপূজা ও দীপাবলি উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘ত্রিনেত্রা’র মোড়ক উন্মোচন করা হয়েছে গত সোমবার। পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রসেনজিৎ দত্ত রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন দৈনিক আজাদীর সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য সরওয়ার আলম মণি।

এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সহসভাপতি নিউটন দেওয়ানজী, সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী, প্রদীপ দাশ বলাই ও রুবেল দেব হিমেল, মুন্না দাশ, রকি তলাপাত্র, অজয় ভৌমিক, রজতশুভ্র সেনগুপ্ত ও স্বপন দে। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক অলক বণিক। উপস্থিত ছিলেন পুলক বণিক, লিটন কর্মকার, টুটন তলাপাত্র, মিঠুন বণিক, সনজিৎ কর্মকার, অভিষেক সেনগুপ্ত, রাজেশ দে, টিটন বণিক, জয় চৌহান, জয় মজুমদার, রাজকল্যাণ দত্ত, নিলাদ্রি দেওয়ানজী, তেপান্তর দাশ রাজ্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নেই, আপস করো ভাই’
পরবর্তী নিবন্ধবাসার ফ্লোরের নিচে ৩১টি পদ্মগোখরার বাচ্চা