আমরা ক’জনা পূজা উদযাপন পরিষদের স্মরণিকার মোড়ক উন্মোচন

| শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ at ৮:৪৬ পূর্বাহ্ণ

পাথরঘাটা মেনকা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ও দীপাবলি নিয়ে ত্রিনেত্রা ২০২৪ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। সমপ্রতি পাথরঘাটা মেনকা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আমরা ক’জনা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রসেনজিৎ দত্ত রাজু ত্রিনেত্রার মোড়ক উন্মোচন করেন। এসময় প্রসেনজিৎ দত্ত রাজু বলেন, ১৯৮৭ সালে আমরা ক’জনা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ছোট আকারে বান্ডেল রোডের অর্ণদা ভবনে শুরু হওয়া কালি পূজা আজ বৃহত্তর পরিবেশে এ বছর ১৭ তম দুর্গা পূজা ও কালি পূজা অনুষ্ঠিত হয়েছে। পাথরঘাটা এলাকায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলের মধ্যে একটা চমৎকার ভ্রাতৃত্ব রয়েছে। ভবিষ্যতেও সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় আরো মধ্যে উপস্থিত ছিলেন আমরা ক’জনার পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ডা. স্বপন দাশ, সহসভাপতি নিউটন দেওয়ানজী, সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী, প্রদীপ দাশ বলাই, রুবেল দেব হিমেল, মুন্না দাশ, রকি তলাপাত্র, অজয় ভৌমিক, অলক বণিক, স্বপন দে, পুলক বণিক, রাজেশ দে, মিঠুন বণিক, রাজ কল্যাণ দত্ত, নিলাদ্রি দেওয়ানজী, সীমান্ত চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভালো ফলনেও ক্ষতি, ন্যায্যমূল্য না পাওয়ায় আগ্রহ কমছে পানচাষির
পরবর্তী নিবন্ধনগরে অনুষ্ঠিত হলো সীরাত অলিম্পিয়াড