চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একুশ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘আমরা একুশ চবি’ বন্ধু সন্মিলন ও বর্ধিত সভা নগরীর জিইসি মোড়স্থ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে অকাল প্রয়াত একুশ বন্ধুদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সালাউদ্দিন মোহাম্মদ রেজা। বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালন করেন, জেলা জজ মোজাম্মেল হক চৌধুরী লেলিন, ডিআইজি আবুল ফয়েজ, কর কমিশনার ব্যারিস্টার মোহতাসিম বিল্লাহ ফারুকী, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ ও অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত। সভায় সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমকে আহ্বায়ক চাকসু নেতা মহিউদ্দিন বাদলকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়। বক্তব্য দেন, সাংবাদিক সালাউদ্দিন মোহাম্মদ রেজা, রেজাউল করিম স্বপন, ভবরঞ্জন বণিক, শেখ সুস্মিতা সুলতানা, আকরাম আজাদ, সরওয়ার মামুন, ড. আবু তৈয়ব, অধ্যাপক সাইফুল ইসলাম, ড. মাহবুব মবিন, মুজিব রাহমান, নেয়ামুল বশির, খান মনিরুজ্জামান, ইমাম সফিউল্লাহ, শাহাবুদ্দিন, কৃষ্ণ ধর, অ্যাডভোকেট মীর আহমদ চৌধুরী মিন্টু, সোহেল রহমান, মো. মুছা, অধ্যাপক রেজাউল করিম, জহিরুল ইসলাম, সবুজ নাথ, দেলোয়ার, মনচুর উদ্দিন, শ্যামলী বড়ুয়া, হাসনা হেনা, শিল্পী সরকার, রেশমা আনোয়ার, মো. আতিক, আলী মাহবুব, মহিউদ্দিন টিপু, রেহেনা আকতার চায়না, মো. নিজাম উদ্দিন, নুরূল হাদি, সাইফুল সোহেল, শোভন চৌধুরী প্রমুখ। পরে একুশ বন্ধুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।