আমরাই পারি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে

তানভীর আহমদ রাহী | রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২১ পূর্বাহ্ণ

আমি চাই আমার দেশ পরিচ্ছন্ন থাকুক। আমার আশপাশের সব কিছু পরিচ্ছন্ন থাকুক। আমার একার চাওয়াতে কোনো কিছুই হবে না। আমি যখন আমরাই পরিণত হবো, তখনই সম্ভব পরিচ্ছন্ন দেশ গড়া। আমরা নিজে পরিষ্কার থাকি, আমাদের বাড়িঘর পরিষ্কার রাখি। আমরা যখন রাস্তায় চলাফেরা করি, কোনো স্থানে বসে আড্ডা দেই, তখন যত্রতত্র ময়লা আবর্জনা রেখে যাই। আমাদের চারপাশ যেন ময়লার স্তূপ। আমরা সচেতন হলেই আমাদের চারপাশ নোংরা হয় না। উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায় তাদের আশপাশ পরিচ্ছন্ন। তারা যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা রাখে। আমরা যদি নিজে সচেতন হয়ে অন্যদের সচেতন করি, আমরাও পরিচ্ছন্ন দেশ উপহার দিতে পারব নতুন প্রজন্মকে। ময়লা আবর্জনার যত্রতত্র ফেলার কারণে মশার উপদ্রব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখনো যদি আমরা সচেতন না হই, তাহলে পরবর্তী সময়ে এই সমস্যা আরও বৃদ্ধি পাবে, চলাফেরা করার মতো পরিস্থিতি থাকবে না। শহরে সিটি কর্পোরেশন ময়লা আবর্জনা পরিষ্কার করে, তবে প্রতিদিন সব সময় তাদের পক্ষে ময়লা আবর্জনা পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। যখন আমরা সকলে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবো এবং অন্য জনকে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার কথা বলবো, তখনই পরিচ্ছন্ন দেশ রূপান্তরিত হবে।

পূর্ববর্তী নিবন্ধভূগর্ভস্থ পানি ব্যবহারে সচেতনতা চাই
পরবর্তী নিবন্ধহারিয়ে যাওয়া শৈশব