আমব্রেলা একাডেমির বার্ষিক স্পার্ক এ্যান্ড শাইন ফেস্ট

| রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৭ পূর্বাহ্ণ

নগরীর রৌফাবাদস্থ পাহাড়িকা আবাসিকে আমব্রেলা একাডেমির বার্ষিক অনুষ্ঠান স্পার্ক এ্যান্ড শাইন : ইউএ এ্যানুয়াল ফেস্ট’২০২৪ (“Spark & Shine: UA Annual Fest 2024) গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমব্রেলা একাডেমির

আইআইইউসির সাইন্সেস অব হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ও আমব্রেলা একাডেমির একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ড. মুহাম্মদ আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আইআইইউসির সাবেক প্রোভিসি ড. আবু বকর রফিক আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমব্রেলা একাডেমির চেয়াম্যান ও আমব্রেলা ফাউন্ডেশনের ফাউন্ডার এন্ড সিইও আতিকা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. এনায়েতুল্লাহ পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আইআইইউসির সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার মোহাম্মাদ আতহার উদ্দিন, বায়েজিদ বোস্তামি থানা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল আলম, বায়েজিদ থানার ওসি মো: আরিফুর রহমান, আমব্রেলা ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য সেলিম বিন সালেহ ও অন্যান্য অতিথিবৃন্দ। আমব্রেলা একাডেমির অধ্যক্ষ মাওলানা ওমর ফারুকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর আলোচনায় ইসলাম শিক্ষার পাশাপাশি জাগতিক জ্ঞানের সমন্বয় সাধনে গুরুত্বারোপ করেন এবং আমব্রেলা একাডেমির শিক্ষা কারিকুলামের ভূয়সী প্রশংসা করেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শিক্ষার্থীদের মনমুগ্ধকর পরিবেশনাহামদনাত, দেশাত্মবোধক সংগীত, আবৃত্তি ও শিক্ষামূলক নাটিকা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেন্ট মার্টিনে ১২০০ কেজি বর্জ্য অপসারণ
পরবর্তী নিবন্ধদর্শকদের সুরের মূর্চ্ছনায় ভাসালেন রাহাত ফতেহ আলী খান