আমবাগানে ছুরিকাঘাতে যুবক খুন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৭:০৩ পূর্বাহ্ণ

নগরের খুলশী থানার আমবাগান এলাকায় ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে। তার নাম মো. হৃদয় (২৪)। গতকাল দুপুরে এ হত্যাকাণ্ড ঘটে। কী কারণে এ খুন এবং কারা জড়িত তা জানাতে পারেনি পুলিশ।

নিহত হৃদয় কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মালিগাঁওয়ের মো. কামালের

ছেলে। আমবাগান পোড়া কলোনির বাবুল কোম্পানির ভাড়া বাসায় থাকতেন তিনি।

গত রাতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার আজাদীকে বলেন, হৃদয় নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। কী কারণে খুন হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।

বিকেলে খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান সাংবাদিকদের জানান, দুপুরে আহত ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আশেক বলেন, আমবাগান এলাকা থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় হৃদয় নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে তাকে হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে পরীক্ষানিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধইসি থেকে মনোনয়ন ফরম নিলেন নজিবুল বশর, লায়ন ইমরানসহ ৭ প্রার্থী
পরবর্তী নিবন্ধনিজেদের জায়গায় ৬শ শয্যার হাসপাতাল করছে কেইপিজেড