আমন ধান চাষে কৃষকের ব্যস্ততা

পটিয়ায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৩ হাজার ১৬০ মেট্রিক টন

শফিউল আজম, পটিয়া | শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

পটিয়ায় ১০ হাজার ৭৮২ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নিয়ে আবাদ শুরু হয়েছে। উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি আমন ধান চাষে মাঠে নামছে ২০২৫ হাজার কৃষককৃষাণী। চলতি বছরে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩ হাজার ১৬০ মেট্রিক টন। গত বছর আমনের আবাদ হয়েছিল ১০ হাজার ১৪৭ হেক্টর জমিতে। সে বছর আমন উৎপাদন হয় ৩১ হাজার ৫০৫ মেট্রিক টন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি ১৫ জুলাই থেকে উপজেলায় আমন ধানের চাষাবাদ শুরু হয়। ইতিমধ্যে প্রায় ১৭০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ সম্পন্ন হয়েছে। বিভিন্ন জায়গায় আমনের বীজতলা পরিচর্যার কাজে কৃষকরা পার করছেন ব্যস্ত সময়। মাঠে চলছে পুরোদমে প্রস্তুতি। আমনের এ আবাদ চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ইতিধ্যে উপজেলার কেলিশহর, হাইদগাঁও, খরনা, কচুয়াই এলাকায় আমন ধানের চাষ শুরু হয়েছে।

জানা গেছে, আমন চাষে কৃষকদের হাতে আরো দুই মাসের মত সময় থাকলেও কৃষকরা ইতিমধ্যে বীজতলা তৈরি থেকে শুরু করে বীজ নির্বাচন, বীজ তলার পরিচর্যা ও চারা উৎপাদনসহ বিভিন্নভাবে ব্যস্ত সময় কাটাচ্ছেন। উপজেলা কৃষি অফিস ও কৃষকদের সাথে কথা বলে জানা যায়, চলতি বছর কৃষকরা ব্রি৪৯, ৫১, ৫২, ৭৫, ৮৭, ৯৩, ৯৪, ৯৫, ১০৩ এবং বিনা ধান, ১৭, ২১ ও ২৬ জাতের ধানের বীজ সংগ্রহ ও চাষাবাদ করছেন। পাশাপাশি স্থানীয় জাতের বেতি, কুমরা বৈলাম জাতের ধান চারা রোপণ করবেন। উপজেলার নিচু এলাকা কুসুমপুরা, হাবিলাসদ্বীপ, কোলাগাঁও, জিরি, জঙ্গলখাইন, বড়লিয়া, আশিয়া, কাশিয়াই, ছনহরা, শোভনদন্ডী এলাকায় আগামী আগস্ট মাসের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আমনের চারা রোপণ শুরু হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কল্পনা রহমান জানান, এ বছর পটিয়া উপজেলায় রোপা আমনের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৭৮২ হেক্টর। বৃষ্টিপাত নিয়মিত হওয়ায় আবাদ লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবদরখালীতে যুবককে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ ছাত্রলীগের ‘গোপন’ বৈঠক : আরও ২ আসামি কারাগারে