সীতাকুণ্ড উপজেলায় একটি কারখানা থেকে দুটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বারআউলিয়ার বিএসআরএম কারখানা থেকে শেল দুটি উদ্ধার করা হয়। কারখানাটির সহকারী ম্যানেজার এস এম আবু ইউসুফ জানান, উদ্ধার হওয়া দুটি মর্টার শেল আমদানি করা স্ক্র্যাপ লোহার সঙ্গে এসেছে। পরে অবিস্ফোরিত শেলগুলো নিষ্ক্রিয় করে চট্টগ্রাম বম্ব ডিসপোজাল টিম।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, বিদেশ থেকে রড বানানোর জন্য আনা স্ক্র্যাপ লোহার মধ্য থেকে দুটি মর্টার শেল পাওয়া গেছে। তবে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। তিনি বলেন, এ ঘটনায় বিএসআরএম কোম্পানির সহকারী ম্যানেজার এস এম আবু ইউসুফ জিডি করেছেন। পুলিশ ও বোমা ডিসপোজাল দল ওই কারখানায় যায়। পরে মর্টার শেল দুটি নিষ্ক্রিয় করা হয়।












