আমতল এলাকায় আবাসিক হোটেলে আগুন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন আমতল এলাকার ‘হোটেল সফিনা’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের কট্রোল রুমের কর্মকর্তা মো. কফিল উদ্দিন বলেন, সফিনা হোটেলটির অষ্টম তলায় রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের একাধিক গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধদশ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
পরবর্তী নিবন্ধএক জালেই ৬শ কেজি লাল কোরাল