চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য মজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, আগামীতে আম জনতার ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফা জনগণের সামনে তুলে ধরে সাধারণ ভোটারদের মন জয় করতে হবে। জনগণই যেহেতু সকল ক্ষমতার উৎস, তাই জনগণের দ্বারে দ্বারে যাওয়া এখন নেতা–কর্মীদের প্রধান কাজ। মনে রাখতে হবে, বিএনপিকে ক্ষমতায় বসতে হলে সামনে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। এজন্য কোন দুষ্কৃতিকারী ও মাদক কারবারি যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। আর যারা বিএনপিকে আত্মা রক্ষার ঢাল হিসাবে ব্যবহার করতে চায়, তাদের প্রতিহত করতে হবে।
তিনি গতকাল শুক্রবার বিকালে সাতকানিয়া পুরানগড় ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলার পুরানগড় উত্তর মনিরাবাদ সাঙ্গু নদীর পূর্ব পাশে সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে পুরানগড় ইউনিয়ন বিএনপির সংগঠক সাবেক ইউপি সদস্য খায়ের আহমদের সভাপতিত্বে ও উত্তর সাতকানিয়া যুবদলের আহ্বায়ক ইফতেখার চৌধুরী রাজিবের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা শিল্পপতি লায়ন লোকমান হাকিম মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির সংগঠক আবুল হোসেন, সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির সংগঠক ফরিদুল আলম ফরিদ, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ নুরুন্নবী, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির সংগঠক ইলিয়াস বাবুল, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির সংগঠক গাজী ফোরকান, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ শফি, পুরানগড ইউনিয়ন বিএনপির সংগঠক মোহাম্মদ জসিম উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, আবু তৈয়ব, আবদুস সাত্তার, সরোয়ার কামাল, রেজাউল, নজরুল, মিষ্টি টিপু প্রমুখ।