আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

এবার ‘আমজনতার দলে’ যোগ দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে হিরো আলম আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। খবর বাংলানিউজের।

গতকাল রোববার সন্ধ্যায় আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি, তাই এবার স্বতন্ত্র নয়, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করব বলে আগে থেকেই ঠিক করেছিলাম। এরইমধ্যে কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে। তবে আদর্শগত মিল না থাকায় আমি যোগ দিইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে বেশ কয়েকবার। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।

হিরো আলম আরও বলেন, সন্ধ্যায় আমি আনুষ্ঠানিকভাবে তারেক ভাইয়ের আমজনতার দলে যোগ দিয়েছি। আসন্ন সংসদ নির্বাচনে এ দল থেকেই প্রার্থী হবো। সংবাদ সম্মেলন করে সব কিছু জানাবো।

পূর্ববর্তী নিবন্ধক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন শিপিং এজেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত
পরবর্তী নিবন্ধকেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ ঘটনায় তিন নারীসহ ৬ জন রিমান্ডে