প্রতিটা সন্তানের কাছে বাবা হলেন শক্তি, সাহস আর অনুপ্রেরণার নাম। ঠিক তেমনি আমাদেরও সবকিছু ছিলেন আব্বু। জীবনে সমস্তকিছু বিসর্জন দিয়ে, বহু ত্যাগ স্বীকার করে আমাদেরকে ছায়া দিয়ে, মায়া দিয়ে আগলে রেখেছিলেন। আদর, স্নেহ, মায়া–মমতা, ভালোবাসা, আস্থা, ভরসা, বিশ্বস্ততা আর পরম নির্ভরতার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। আমাদের প্রিয় ‘আব্বু‘ আয়কর আইনজীবী মরহুম আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, এই পৃথিবীর মায়া ছেড়ে গেছেন সাত বছর পেরিয়ে গেলো। ১৯ শে আগস্ট ছিল আব্বুর ৭ম মৃত্যুবার্ষিকী। আব্বুকে ভুলে যেখানে একমুহূর্ত থাকাও সম্ভব নয় সেখানে ২০১৮ সালের আগস্ট মাসের বর্ষণমুখর সেই দিনটির কথা কীভাবে ভুলি? সেই দিন যেনো এই পৃথিবীর সব কিছুর সাথে আকাশও কেঁদেছিলো আমাদের হয়ে! সেদিন আমরা হারিয়েছি আমাদের জীবনের সবচেয়ে বড় ছায়া, সবচেয়ে প্রিয়মুখ আমাদের আব্বুকে।
সময় বয়ে চলেছে, কিন্তু আব্বুর হাসি, কথা, উপদেশ সবকিছু প্রতিটা ক্ষণে আমরা অনুভব করি। সকালে স্কুল–কলেজে যাবার আগে আব্বুর স্নেহমাখা কণ্ঠ, কষ্টের দিনে সাহস জোগানো চোখ, বিপদ–আপদে ভরসা, অসুস্থতায় দোয়ার হাত, আমাদের শক্তি সবকিছুই স্মৃতি হয়ে গেলো। আমাদের প্রতিদিনের প্রতিটা ছোট বড় খুশিতে, সুখে দুঃখে আব্বুকে ভীষণ মিস করি। আব্বুর সমস্ত কথা, সকল উপদেশ আমাদের জীবনে স্বর্ণাক্ষরে লেখা আছে। তাঁর মতো মহান মানুষ পৃথিবীতে খুব কমই জন্মে। এমন মানুষ সমাজে বিরল। শিক্ষার জন্যে আব্বুর যে গভীরতম উপলব্ধি, চিন্তা ও মননের বহিঃপ্রকাশ তা সবকিছুর ঊর্ধ্বে। অজপাড়াগাঁয়ে জন্ম নেয়া শিশু, প্রাইমারি স্কুলে পড়ার সময় বাবাকে হারিয়েও যিনি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন তিনিই আমাদের আব্বু। প্রচারবিমুখ আমাদের আব্বু নীরবে কতো মানুষকে যে শিক্ষার আলোয় আলোকিত হতে সাহায্য করেছেন তা কেবল আল্লাহই জানেন। শিক্ষা যে একটি বিশালতম প্লাটফর্ম সেটা আব্বুর উদারতাতেই আমরা বুঝেছি।
জীবনের দীর্ঘ পথচলায় নানা রকম সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কোনোদিনও এতোটুকু লোভাতুর হননি। সব ধরনের লোভ লালসার ঊর্ধ্বে গিয়ে নিজের শ্রম, মেধা ও কষ্ট দিয়েই সবকিছু জয় করেছেন। কষ্টার্জিত আয় থেকে মানুষের জন্য দুই হাতভরে অকাতরে বিলিয়ে গেছেন। জীবন সংগ্রামে লিপ্ত থেকে সাহস ও সততার সাথে এগিয়ে যাওয়া আত্মপ্রত্যয়ী উন্নত চরিত্রের একজন মানুষ আমাদের আব্বু। স্মৃতির কোমলতা, শূন্যতার বেদনা আর তাঁর প্রতি ভালোবাসা সব মিলেমিশে একাকার! মহান আল্লাহ আমাদের আব্বুকে বেহেস্তের উন্নত স্থানে অধিষ্ঠিত করুন।