চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থানায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেয়র অনূর্ধ্ব–১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পটিয়া আবদুস সোবহান ফুটবল একাডেমি। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আবদুস সোবহান ফুটবল একাডেমি ৩–০ গোলে আনোয়ারা ফুটবল একাডেমিকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলার প্রথমার্ধে ২–০ গোলে এগিয়েছিল আবদুস সোবহান ফুটবল একাডেমি। ১২ মিনিটে ইসফাক বিন আলম গোল করে দলকে এগিয়ে নেয়। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করে নিলয় পুরহিত। ২–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবদুস সোবহান ফুটবল একাডেমি। বিরতির পর খেলার ৫৮ মিনিটে ইসফাক বিন আলম নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করে। বিজয়ী দলের ইসফাক বিন আলম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন পুরস্কার দেন আনোয়ারা ফুটবল একাডেমি ম্যানেজার মোঃ সাদ্দাম।
এদিকে খেলা শেষে আবদুস সোবহান ফুটবল একাডেমির সাতজন খেলোয়াড়ের বিরুদ্ধে প্রটেস্ট করেছে সেমিফাইনালে পরাজিত দল আনোয়ারা ফুটবল একাডেমি। তারা অভিযোগ করে আবদুস সোবহান ফুটবল একাডেমির বেশ কয়েকজন খেলোয়াড় পরিচয় গোপন করে অবৈধভাবে দলের প্রতিনিধিত্ব করে। যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে আনোয়ারা ফুটবল একাডেমি সে সব খেলোয়াড়রা হলো জার্সি নং ৩, ৭, ৮, ৯, ১০, ১৩ এবং ২২। এদিকে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম জানিয়েছেন যথাযথ নিয়ম মেনে তারা প্রটেস্ট করেছে তবে খেলোয়াড়দের জার্সি নাম্বার উল্লেখ করেছে। আমরা আগামী শনিবার প্রটেষ্ট কমিটির সভা আহবান করেছি। এখন প্রটেষ্ট কমিটি দেখবে যাদের বিরুদ্ধে অভিযোগ আানা হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ তথ্য প্রমাণ দিয়েছে কিনা। তারপর সভায় সিদ্ধান্ত হবে।