মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন আ.লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুস ছমদ সওদাগর বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল (৯৮) করেছেন(ইন্নালিল্লল্লাহে… রাজিউন) তিনি সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আবদুর রাজ্জাক ও উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল জব্বারের পিতা। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার আবদুর রাজ্জাক কারিগরি মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এক বিবৃতিতে তিনি তার রূহের মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।











