আব্দুস ছমদ সওদাগর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন আ.লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুস ছমদ সওদাগর বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল (৯৮) করেছেন(ইন্নালিল্‌লল্লাহে… রাজিউন) তিনি সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আবদুর রাজ্জাক ও উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল জব্বারের পিতা। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার আবদুর রাজ্জাক কারিগরি মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এক বিবৃতিতে তিনি তার রূহের মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধডা. সুশীল কুমার রায়
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ছয়