আব্দুল হাদী (ক.) মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ আজ

| সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

আজ রবিবার (১৩ অক্টোবর) আলে রাসূল (.) গাউছুল ওয়ারা হযরত মাওলানা শাহসুফী আব্দুল হাদী মাইজভান্ডারীর ৫৩তম বার্ষিক ওরশ ও ২৯ আশ্বিন হযরত গাউছুল আজম গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর খোশরোজ শরীফ ফটিকছড়িস্থ মাইজভান্ডার শরীফ গাউসিয়া হাদী মঞ্জিলে অনুষ্ঠিত হবে। এতে দিনব্যাপী কর্মসূচিতে রয়েছেমাজার শরীফ গোসল, গিলাপ পরিধান, পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত, খতমে কোরান, খতমে বোখারী, মিলাদকিয়াম, ছেমা

মাহফিল, নিয়াজ কোরবানি, তাবারুক বিতরণ এবং পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল। কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন গাউছিয়া হাদী মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফী সৈয়দ মঈনুল কবির মাইজভান্ডারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরওয়ার উদ্দিন আহমেদ জানাজা সম্পন্ন
পরবর্তী নিবন্ধজামায়াতের হাটহাজারী আসনের এমপি প্রার্থী পরিবর্তন