সদরঘাট থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউসার হোসেন বাবুর পিতা আব্দুল মুবারক হোসেন গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। গতকাল শুক্রবার সকাল ছয়টায় স্টেশন কলোনি মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে বাদ জুমা লক্ষ্মীপুর সদরে মসজিদ প্রাঙ্গনে মরমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং ওখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান সহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।