নগরীর ব্যারিস্টার সুলতানা আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় হল প্রাঙ্গণে আব্দুল মাবুদ সওদাগর রোড দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সভা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। আব্দুল মাবুদ সওদাগর রোড দোকান মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আজাদের সভাপতিত্বে ও শ্যামল বিশ্বাসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, সহ- সভাপতি নাঈম উদ্দিন রানা, সহ সাধারণ সম্পাদক অনীক দে, অর্থ সম্পাদক মো. ইকবাল বাহার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রবিউল হক সুমন সহ সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভায় বাজারের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন বর্তমান কমিটির সভাপতি মো. আজাদ। এ সময় দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, বাজারের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা থেকে শুরু করে বাজারের আশপাশে যে সমস্ত নালাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এবং বাজারের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে নানান প্রকল্প নিয়ে কাজ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।