বিএনপির ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের শোকসভা পালন উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার নগরীর বিভারলি হিলে অনুষ্ঠিত হয়। আব্দুল্লাহ আল নোমানের শোকসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন, ড. সিদ্দিক আহমেদ, অধ্যাপক ইউনুচ চৌধুরী, ছালাউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, অধ্যাপক আজম খান, অ্যাডভোকেট এম এ তাহের, কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, আব্দুল আউয়াল চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, আবু আহাম্মদ হাসনাত, শহিদুল ইসলাম চৌধুরী, হাসান মাহমুদ জসিম, এজাহার মিয়া, মাহাবুব ছাফা, শফিউল আলম চৌধুরী, মোবারক হোসেন কাঞ্চন, অ্যাডভোকেট খোরশেদুল আলম, মোরশেদ আলী, দিদারুল ইসলাম মাহমুদ, জহরুল আলম প্রমুখ।
সভায় আগামী ১০ সেপ্টেম্বর নগরীর দি কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের শোকসভা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। শোকসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান বক্তা থাকবেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রেস বিজ্ঞপ্তি।