চিটাগাং ক্লাব ব্যাডমিন্টন বিভাগের উদ্যোগে আব্দুর রহমান মিয়া মেমোরিয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চিটাগাং লি. এর চেয়ারম্যান নাদের খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিটাগাং ক্লাবের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী অহমেদ এবং সাবেক চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। এছাড়া প্রয়াত আব্দুর রহমান মিয়া তনয় রফিকুল ইসলাম মিয়া বাবুল উপস্থিত ছিলেন। ব্যাডমিন্টন বিভাগের মেম্বার ইনচার্জ ডা. ফাহিম হাসান রেজা স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর এবং নির্বাহী কমিটি মেম্বার যথাক্রমে জাবেদ হসেম নান্নু, এডভোকেট সাবরিনা চৌধুরী, মো. আজিজুল হাকীম, মাহবুবুল কবির খান শান্তুনু,সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান টিপু, এসএম শফিউল আজম এবং ব্যাডমিন্টন সাব কমিটির কনভেনার গোলাম সরওয়ার সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ।