একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সর্বশেষ সময় আগামী ১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ২৮ জুলাই এই সময় শেষ হওয়ার কথা ছিল। চার দফা ভর্তি আবেদনের পরও যেসব শিক্ষার্থী কোন কলেজ পাননি তাদের জন্য সর্বশেষ এই সুযোগ দেয়া হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একটি সূত্র। সূত্রটি আরও জানায়, আগামী ৬ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
আগের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর কথা ছিল ৩০ জুলাই।