আবেগের বৈরী হাওয়া

হৈমন্তী তালুকদার | বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ at ৪:৪৭ পূর্বাহ্ণ

সবসময় মুখে বলতে নেই

নীরবতায় বলা যায় বেশ,

কখনো অভিমানের আশ্রয়

দীর্ঘশ্বাসে জমা শব্দের রেশ।

সবসময় মেনে নিতে নেই

আবদারের চিঠি হতে হয়,

প্রাপকের খামের ডানপাশে

নিজেকে প্রেরক হতে হয়।

সবসময় ক্ষমা করতে নেই

নিজেকে সম্মান করতে হয়,

অহংকারে নয়, আত্মসম্মানে

জীবনে বাঁচতে শিখতে হয়।

সবসময় ভুলে যেতে নেই

অপমান মনে রাখতে হয়,

মিথ্যাকে আগুন ধরিয়ে

সত্য হয়ে জ্বলে উঠতে হয়।

পূর্ববর্তী নিবন্ধআমি হইনি প্রজাপতি অপু হয়নি ঘাসফুল
পরবর্তী নিবন্ধভালোর সাথে সখ্য ছাড়া