আবৃত্তি কথামালা গানে শহীদদের স্মরণ

| বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:৩৬ পূর্বাহ্ণ

মহামারীর কারণে বোধন ফেসবুক পেজ থেকে সরাসরি বিজয়ের পূর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল শুক্রবার। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিজয়ের পূর্ব সন্ধ্যা সাজানো হয় প্রদীপ প্রজ্জ্বালন, মুক্তিযুদ্ধের কথামালা, আবৃত্তি ও গান দিয়ে। কথামালায় অংশ নেন মুক্তিযোদ্ধা ও আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ, মুক্তিযোদ্ধা পিনাকি দাশ, সাহিত্যিক ড. দেবব্রত দেব রায়, অ্যাড. সুভাস চক্রবর্তী ও আবদুল হালিম দোভাষ। আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের মধ্যে অংশ নেন-শুভ্রা বিশ্বাস, মাসকুর-এ-সাত্তার কল্লোল, শহিদুল ইসলাম নাজু, সুপ্রিয়া চৌধুরী ও বর্ষা চৌধুরী। আবৃত্তি করেন প্রবীর পাল, সায়রা শাহীদ, জয়শ্রী মজুমদার জয়া ও সেতার রুদ্র। সংগীত পরিবেশন করেন আরিফুন নেছা সিদ্দিকা ও দেবলীনা চৌধুরী। স্বরচিত কবিতা পাঠ করেন পহেলী দে, মোহিনী সংগীতা সিংহ ও রিফাত ফাতিমা তান্সি। সঞ্চালনায় ছিলেন প্রণব চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবিকযোদ্ধা পদক পেলেন সাইফুর রহমান
পরবর্তী নিবন্ধকদমতলী ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী আহত