আবৃত্তিশিল্পী সুমন বিশ্বাস স্মরণে সভা

| শুক্রবার , ৫ আগস্ট, ২০২২ at ৭:৩০ পূর্বাহ্ণ

আবৃত্তিশিল্পী সুমন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ স্মরণসভার আয়োজন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, চট্টগ্রাম অঞ্চল। আবৃত্তিশিল্পী দেবাশীষ রুদ্রের সঞ্চালনায় সভায় ছিল প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আবৃত্তি, সঙ্গীত ও স্মৃতিচারণ। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদভুক্ত চট্টগ্রাম অঞ্চলের সংগঠনের আবৃত্তি কর্মীরা ছাড়াও এতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, সাংস্কৃতিক সহযোদ্ধা, স্বরনন্দনের আবৃত্তিকর্মীরা।
সুমন বিশ্বাসের রেকর্ডেড আবৃত্তির মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত কথা বলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। আবৃত্তি করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর, তাসকিয়াতুন নুর তানিয়া, সেলিম রেজা সাগর। কবি ও সাংবাদিক আবুল মোমেনের বার্তা পাঠ করেন মাহবুবুর রহমান মাহফুজ। স্মৃতিচারণে অংশ নেন শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোসলেম উদ্দিন শিকদার, সংগঠক দুলাল দাশ গুপ্ত, বোধনের সভাপতি সোহেল আনোয়ার, বাতিঘর স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ ও স্বরনন্দনের নীলাদ্রি সেনগুপ্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা মাস্টার বদিউর রহমানের স্মরণ সভা আজ
পরবর্তী নিবন্ধসামিয়া রহমানের পদাবনতির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায়