যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রযোজক মোহাম্মদ তারেকের পিতা আবু তাহের (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। গতকাল বৃহস্পতিবার তিনি সন্ধ্যা সোয়া ৬টায় নগরীর মোহরায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনীসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আবু তাহের ‘প্রবীণ হিতৈষী সংঘ’ চট্টগ্রাম বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক এবং কমিউনিটি পুলিশিং চান্দগাঁও শাখার সাবেক আহ্বায়ক।
আজ শুক্রবার বাদ জুমা মোহরা এ এল খান উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আবু তাহেরের মৃত্যুতে ‘প্রবীণ হিতৈষী সংঘ’ চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি সামশুদ্দিন খান, সহ-সভাপতি জোবাইরা নারগিস খান ও সহ-সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।