বিশিষ্ট ব্যবসায়ী এশিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের সওদাগরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাদ আছর এ উপলক্ষে স্টেশন রোডস্থ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে মুসল্লিদের মাঝে খাবার বিতরণ ও মরহুমের কবর জিয়ারত করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মোহাম্মদ আবদুস সালাম, শিল্পপতি মোহাম্মদ ইউছুফ, মোহাম্মদ আবছার, মোহাম্মদ এয়াকুব, মোহাম্মদ শওকত, এশিয়ান গ্রুপের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুনুর রশিদ নুরী। প্রেস বিজ্ঞপ্তি।