রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সিদ্দিক আহমেদ মেম্বারের বড় ছেলে অবসরপ্রাপ্ত বিআরডিবি অফিসার আবু তাহের (৬৩) হৃদক্রিয়া বন্ধ হয়ে গতকাল শনিবার চমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ…. রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ কন্যা রেখে যান। একইদিন দুপুর ২টার দিকে নিজ গ্রামের পূর্ব কদমতলী জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।