আবুল হোছাইন স্মৃতি সংসদের স্মরণসভা

| বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৭:৩১ পূর্বাহ্ণ

শিক্ষানুরাগী মুহাম্মদ আবুল হোছাইন (রহ.) এর স্মরণসভা গত ১৪ অক্টোবর নগরীর বহদ্দারহাটস্থ আর বি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। আবুল হোছাইন (রহ.) স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন মোজাম্মেল হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের এসভিপি মনজুরুল আলম মনজু। মুখ্য আলোচক ছিলেন আনজুমান ট্রাস্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। স্মরণসভায় বক্তারা বলেন, মানুষের কল্যাণে উৎসর্গীত জীবন কখনো বিস্মৃত হয় না। যারা মানুষকে ভালোবেসে মানুষের কল্যাণে উৎসর্গীত হন সেই জীবন মহিমান্বিত। এ ধরনের মহিমান্বিত জীবনের অধিকারী ছিলেন আবুল হোছাইন (রহ.)। তিনি সুন্নিয়তের খেদমত এবং জনকল্যাণকে জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন। গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক সংগঠক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় স্মরণসভায় অতিথি ও আলোচক ছিলেন আনজুমান ট্রাস্ট সদস্য মুহাম্মদ ইলিয়াস, শাহজাদ ইবনে দিদার, অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, জামেয়ার চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মুহাম্মদ ইয়াহিয়া খান, আর ইউ চৌধুরী শাহীন, মাহবুবুল হক খান, এস এম জাফর, অধ্যক্ষ মাওলানা ইসমাইল নোমানী, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহিদুল ইসলাম চৌধুরী, মাওলানা শাহ নুর মোহাম্মদ আলকাদেরী, মাওলানা সৈয়দ জালাল উদ্দিন আযহারী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এ কাইয়ুম চৌধুরী, বিএনপি নেতা আবু সুফিয়ান, মুহাম্মদ মহিউদ্দিন, হাজী আইয়ুব, হাজী বেলাল। মিলাদকিয়াম শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় না, তারা টালবাহানা করছে
পরবর্তী নিবন্ধতাসাউফভিত্তিক সমাজে নেই হিংসা ও উগ্রতা